বাঁধনহারা মানুষ
নতুনত্ব চায় ,
অজানার পানে তাই
ছুটে ছুটে যায় ।


কত ভুল উন্মাদনা  
জানা কি অজানা ,
থেমে নেই পথ চলা
হোক বিড়ম্বনা !


আসে প্রেম ভালবাসা
মানব জীবনে ,
স্নেহ মায়া অনুরাগ
জাগে প্রাণে প্রাণে ।


ষড় রিপুর তাড়নে
চেতনার ক্ষয় ,
ব্যক্তি স্বার্থের উন্মেষে
আসে বিপর্যয় ।


কত করি অরাধনা
কত যে প্রার্থণা,
বিধাতার নাম জপি
মেটাতে যাতনা ।


মানুষে মানুষে তবু
লেগে আছে দ্বন্দ্ব ,
কেউ চায় মানবতা
কেউ ভোগে অন্ধ ।


যুদ্ধ সংঘাতে হলো যে
কত রক্তপাত ,
অবেলায় জীবনের
যবনিকাপাত ।


চাইনা হিংসা বিদ্বেষ
ভরা এ ভুবন,
চাই প্রেম ভালবাসা
সম্বৃদ্ধ জীবন ।