ইচ্ছে ছিল হারিয়ে যাব গ্রাম বাংলার মাঠে প্রান্তরে ,
দেখি সেখানে ঝড়া পাতা জমে আছে পথের দুধারে ;
ফসলের মাঠ আজ তীব্র রৌদ্রতাপে ফেটে চৌচির ,
রুগ্ন নদীতটে গাংচিল শিকারের আশায় হচ্ছে অধির ।

ইচ্ছে ছিল শুনবো ভাওয়াইয়া ভাটিয়ালী সুরের গান ,
যাত্রাপালা দেখে , জারি সারি গম্ভীরায় ভরাবো প্রাণ ;
লালন গীতি বাউল গান যায়না শুনা গাঁয়ের পথেঘাটে ,
সে গান কেউ শুনেনা ,গাইলে কেউ ,বলে ক্ষ্যাপাটে ।

সুজলা সুফলা গ্রামবাংলা আছে আগের মত মোহময় ,
শুধু পাল্টে গেছে মানুষগুলো ডিজিটালের হাওয়ায় ।