আইয়ামে জাহেলিয়া যুগ আরবের
কুসংস্কার মূর্তিপুজা ধর্ম সে যুগের ,
মেয়েদের দেয়া হতো জীবন্ত কবর
ভোগ বিলাসের মাঝে মানব বহর ।
শেষনবী মুহাম্মদ দাওয়াত দেন
আল্লার দেয়া বিধান ঐ ইসলামের ,
মক্কার কুরাইশরা দিয়েছিল বাঁধা
বদর প্রান্তরে হয় সূচনা যুদ্ধের ।
বদর প্রান্তরে প্রাণ দিয়েছিল যারা
জান্নাতের সুসংবাদ শুনেছিল তারা ,
তাদের মহান ত্যাগে রক্ষা পেল ধর্ম
ইসলাম মানুষের সততার বর্ম ।