বৈরাগ্য চাইনা আমি চাই জীবনের উদ্দামতা ,
বহুকাল ডুবে আছি পাপ ও পঙ্কিলতার পাঁকে ;
গতি চাই জীবনের চাইনা কোন উচ্ছৃংখলতা ,
বৈরাগ্য চাইনা আমি চাই জীবনের উদ্দামতা ।
মানবোনা কোন বাঁধা আজ আনবোই সফলতা ,
পেয়েছি বহু লাঞ্চনা এই জীবনের বাঁকে বাঁকে ;
বৈরাগ্য চাইনা আমি চাই জীবনের উদ্দামতা ,
বহুকাল ডুবে আছি পাপ ও পঙ্কিলতার পাঁকে ।