বৈশাখ মাসে ঝড়ের দিনে
আম কুড়বার ধুম,
ছেলে বুড়ো কারও চোখে
থাকে না আর ঘুম!
কালবৈশাখী ঝড়ের তোড়ে
রয় না ঘরের চাল,
বৈশাখ জ্যৈষ্ঠ দুইয়ে মিলে
তপ্ত গ্রীষ্ম কাল।
আম কাঁঠালের গন্ধ স্বাদে
জাগে মনে হর্ষ,
বৈশাখ এলে হয় যে শুরু
বাংলা নববর্ষ।