পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও প্রথম ঘর,
আল্লাহ্’র ঘর সে তো বায়তুল্লা কাবা ;
মানব মিলন মেলা বছর বছর,
বায়তুল্লা কাবা ঘরে করে মোরাকাবা।
কাবা ঘর বানালেন ইব্রাহীম নবী,
আল্লার ইবাদতের দিয়েছেন ডাক ;
লা শরীক আল্লা বলে আঁকলেন ছবি,
আল্লাহ্ হু আকবর দিয়েছেন হাঁক।


দিকে দিকে সাড়া পড়ে সাম‍্যের বার তা,
এক আল্লাহ্’র বাণী দিয়ে যায় দোলা ;
শেষ নবী মোহাম্মদে পেল তা পূর্ণতা,
ইসলামে সকলের তরে দ্বার খোলা।


দিকে দিকে ওঠে ধ্বনি লা শরীক আল্লা
কাবা তওয়াফে বাড়ে যে পূণ‍্যের পাল্লা।




বায়তুল্লাহ বা কাবা ঘরের সামনে বসে অর্থাৎ মসজিদুল হারামের তিন তলার তওয়াফের স্থানে বসে তাৎক্ষনিক লেখা।
বায়তুল্লাহ-আল্লাহ্'র ঘর বা কাবা ঘর
তওয়াফ - সম্মাণ জানানোর জন‍্য কাবা ঘর সাতবার প্রদক্ষিন করা।
মোরাকাবা- ধ‍্যান বা গভীর চিন্তা