বাজারে উঠেছে দেখ ফুলকপি শিম,
দাম শুনে হতবাক দেহ খানা হিম ;
হরেক রকম শাক সবজি বাজারে
চড়া দাম শুনে মাথা ঘুরছে আহারে।


পেঁয়াজের ঝাঁজ দেখে চোখে জল আসে,
নতুন আলু সকলে খেতে ভালবাসে ;
দাম তার এত চড়া মনে জাগে ভয়,
ডিমের গড়ন ছোট দামে ছোট নয়।


চাল ডাল তেল চিনি দাম শুধু বাড়ে,
দিনে দিনে দেনা বাড়ে ঘুম টাই কাড়ে ;
বাড়ি ভাড়া গাড়ি ভাড়া হঠাৎ বাড়ায়,
বেতন বাড়ে না শুধু ঋণ ই বাড়ায়।


কাম কাজ যাই করি দিন শেষে ফক্কা,
এমন ধারা চলিলে পেতে হবে অক্কা।