বাল্যস্মৃতির কথা পড়লে মনে আমার উতলা হয় প্রাণ
নদীতে দেখেছি পাল তোলা নৌকা,মাঝির কন্ঠে গান;
নদীতীরে কাশবন ঝাউবন হালকা হাওয়ায় দোলে ,
সাঝবেলা অস্তগামী রবি মনকে উদাস করে তোলে ।
স্মৃতির পাতায় প্রিয়জন সব একে একে জেগে ওঠে,
বাবা মা ছাড়াও অনেকের ছবি ভাসে আমার স্মৃতিপটে ।
গাঁয়ে আমার ডানপিঠে এক বন্ধু ছিল নাম ছিল তার নান্টু ,
কথায় কথায় ছড়া বলতো চালাক চতুর আর এক বন্ধু মিন্টু ;
এম বি বি এস ডাক্তার হবে সাধ ছিল বাল্যকালের বন্ধু লাবুর ,
অকালপক্ক মেধার ভারে পল্লীডাক্তারীও জুটলোনা ঐ বন্ধুর ।
মেয়েবন্ধুও কম ছিলনা নাসরিন কমলা রোকেয়া মাহফুজা ,
ওদের সাথে বউছি কানামাছি খেলেছি, করেছি কত মজা ;
বিকেল হলেই সহপাঠী বন্ধুরা সব জড়ো হতাম খেলার মাঠে,
ফুটবল ভলিবল হাডুডু খেলতে সেথা যেতাম সবাই ছুটে ।