আমি কোলা ব‍্যাঙ ইয়া লম্বা ঠ‍্যাঙ,
বৃষ্টি যখন নামে ডাক কি আমার থামে!
শুধু ঘ‍্যাঙোর ঘ‍্যাঙ,
ধরলো ইয়াঙ চ‍্যাঙ ;
চিন দেশের ছেলে গপাস করে গেলে।



সোনা কুনো ব‍্যাঙ ছোট্ট যে তার ঠ‍্যাঙ,
ঠাঁই হয়না বিলে হয় না হাতিরঝিলে ;
থাকে শুকনো ডাঙায়,
‍ঘ‍্যা ঘ‍্যা সুরে ঘ‍্যাঙায় ;
বর্ষা এলে লাফায় পদ্ম পাতায় পাতায়।



আসরের বৈদূর্য কবি সঞ্জয় কর্মকারের গতকালের ব‍্যাঙের ঠ‍্যাং পড়ে ব‍্যাঙদের নিয়ে কিছু লেখার কথা মাথায় আসে
তাই ছড়া দুটি প্রিয় কবিকে উৎসর্গ করলাম। ছড়া দুটি লিমেরিক ঘরানার তবে অন্ত‍্যমিলে ভিন্নতা রয়েছে।