তাঁতী


বাংলাদেশের তাঁতী আমি
হাতে চালাই তাঁত্,
সেই তাতেই তৈরী হতো
শাড়ি বারো হাত।
গাঁয়ের নারী তাঁতের শাড়ি
পড়তো খুশী মনে,
মেশিনে বোনা সুতী র শাড়ি
এলো সন্তর্পণে ।
তাত গুলো সব বন্ধ হলো
তাঁতীরা সব নিঃশ্ব ,
হারিয়ে যাচ্ছে তাঁতী নামটি
নীরব রইল বিশ্ব ।


কামার


বাংলাদেশের কামার আমি
লোহা পিটিয়ে ভাত খাই
আগুন দিয়ে পোড়াই লোহা
হাতুরি দিয়ে পিটাই
লোহা দিয়ে বানাই অস্ত্র
মানুষের যা প্রয়োজন ,
মেশিন টুলস আসলো যখন
বদলে দিলো মোর জীবন ।
কামার বাড়ি নেই কোলাহল
নেই কোন কাজ ,
ক্ষুধার জ্বালা বুকে লয়ে
কাটছে জীবন আজ ।


কুমোর


বাংলাদেশের কুমোর আমি
মৃৎ শিল্পের ধারক,
মাটির জিনিস তৈরী করি
সভ্যতারই বাহক ।
মানব সভ্যতার শুরু থেকে
আছি আমরা ধরায় ,
সীসা কাঁসা লোহা আসলে
মোদের ঐতিহ্য হারায় ।
মাটির পাত্র চায়না কেউ
চায় কাঁচের গ্লাস ,
কুমোর পাড়ায় ভাত নাই আজ
আছে দীর্ঘশ্বাস ।