সোহরাওয়ার্দী উদ‍্যানে যাই,
মনের পর্দায় শুধু একটি ছবি দেখতে পাই -
প্রখর দৃষ্টি তার তর্জনী উচু করা হাত,
কন্ঠে প্রচন্ড প্রত‍্যয় বয়ে যায় অবিরাম ;
সোহরাওয়ার্দী উদ‍্যানে যাই,
কর্ণকুহরে শুধু একটি বজ্রকন্ঠ শুনতে পাই -
‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।‘
সোহরাওয়ার্দী উদ‍্যানে যাই,
মানুষের উচ্ছাস জনতার স্রোত দেখতে পাই ;
যাদের হাতে লাঙ্গল ছিল তাদের হাতে লাঠি,
যাদের হাতে কলম ছিল তাদের হাতেও  লাঠি।
সোহরাওয়ার্দী উদ‍্যানে যাই,
স্বাধীনতার স্বপ্নে বিভোর বাঙ্গালীর দেখা পাই ;
জয়বাংলা স্লোগানে কেঁপে ওঠে উদ‍্যানের মাটি,
স্বাধীন বাংলার পতাকা হাতে জনস্রোতে হাটি।
সোহরাওয়ার্দী উদ‍্যানে যাই,
বঙ্গবন্ধু শুধু তোমার দেয়া ঘোষনা শুনতে পাই।