কলেমা পড়ে ঈমান আনো,
খোদা মোদের মালিক জানো।
গিবৎ করা ভাল নয়,
ঘুমে নামাজ কাজা হয় ;
রঙ তামাশা ভাল নয়।


চলার পথে আল্লাকে ডাকো,
ছলচাতুরী থেকে দূরে থাকো।
জয়ধ্বনি করো আল্লার,
ঝড়ে চাও করুণা তার ;
মিঞা মুসলিম নাম যার।


টাকার লাগি শ্রম দিতে হয়,
ঠকামি মোটেই ভাল নয়।
ডুবে ডুবে জল খাওয়া মন্দ কাজ,
ঢিলামি করলে কাজ কর্মে পাবে লাজ ;
ণ-ত্ব বিধান হলো ব্যাকরণের কাজ।


তাকওয়া মুসলমানের বর্ম ভাই,
থালা ভরা ভাত চাই।
দাঁতের যত্নের বিকল্প নাই,
ধনী গরীব সমান সবাই ;
নিয়ে সাহস লড়াই চাই।


পাপ পূণ্যের বিচার হবে,
ফাঁকি দেওয়া ছাড়ো সবে।
বিদ্যা গ্রহণ করবে সবাই,
ভাল মানুষের বিকল্প নাই ;
মায়ের সেবায় জান্নাত পাই।


যাযাবর মন ভাল নয়,
রহমান আল্লাহ সহায় হয়।
শত্রুতা ভুলে এসো এক হই,
ষড়যন্ত্রে অবিচল রই।
সদা সত্য কথা বলি,
হাতে হাত রেখে চলি।


ঘড়ির কাটা সমান নয়,
আষাঢ় মাসে বৃষ্টি হয়।
আয়না সঠিক রূপ দেখায়,
হঠাৎ বৃষ্টি মন রাঙায়।
এবং বলে যুক্ত হই,
অতঃপর বন্ধুরা সব গেল কই!
চাঁদ তারা দেখে মুগ্ধ হই।



ঙ,ঞ,ড়,ঢ়,য়,ৎ,ং,ঃ ও ঁ এই অক্ষর গুলো দিয়ে কোন শব্দ শুরু হয় না এরা শব্দের মাঝখানে অথবা শেষে বসে শব্দ গঠন করে ।