বরই গাছে টুনটুনি,
কিচির মিচির ডাক্ শুনি ;
বন্ধু করে নে না,
একটা বরই দে না।


টুনটুনি তুই খালা,
একটা বরই ফালা ;
তুই যে বড় ভালা,
দেব গলায় মালা।


ঐ বরই টা পাকা,
পাতার নিচে ঢাকা ;
দে না আমায় ওটা,
থামিয়ে তোর ছোটা।


পাকা বরই ঠুক্ রে খাস্,
ঠোঁটের কাছে যে টা পাস্ ;
আমায় একটা দিবি না?
কাছেও এসে বসবি না!


মনটা যে তোর কালা,
দিলি অনেক জ্বালা;
তোর পায়েতে পিপড়ে,
দেখিস দেবে কামড়ে!


       *****


প্রায় একুশ বৎসর আগের কথা, আমার ছোট মেয়ের বয়স তখন ছয় মাস সেই সময় তাকে আদর করে আমার বাসার পরিচারিকা মহিলা বলছিল-
‘ টুনটুনি লো খালা
একটা বরই ফালা
আজ আমার নাতনি কে আদর করতে যেয়ে আমার গিন্নি সেই লাইন দুটি বলতেই আমার মাথায় আজকের ছড়াটি লেখার ভাবনা চলে আসে, ছড়াটি লিখতে যেয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর খুকী ও কাঠবিড়ালি কবিতার ভাবধারা কাজ করেছে।