বৈচিত্রের সমাহার বৈশাখী প্রভাতে ,
ক্ষণে দেখি মেঘ মুক্ত সোনালী আকাশ ,
বয়ে যায় স্নিগ্ধতার মৃদুলা বাতাস ;
ক্ষণে জমে কাল মেঘ আঁধার নামাতে।
আলো আঁধারের খেলা চলে ভোরবেলা ,
শোনা যায় মেঘে মেঘে বজ্রের গর্জন ,
থেকে থেকে তাপদাহ অগ্নি বিকিরণ ;
দহনে অঙ্গ পোড়ায় যত বাড়ে বেলা ।


মাঝে মাঝে আসে ধেয়ে কালবৈশাখী ঝড় ,
ঝরে পড়ে কাঁচা আম টাপুর টুপুর ।


আমের বাগানে ছোটে কিশোর কিশোরী ,
কাঁচা আমে ভরে মন ভর্তা বা চাটনী ;
বৈশাখী প্রভাত জানি আলোক সঞ্চারী ,
তারই ছোঁয়ায় হেসে উঠুক ধরণী ।