বসন্তের এই ভোর বেলাতে
বইছে স্নিগ্ধ হাওয়া,
শিমুল পলাশ কৃষ্ণচূড়া
লালে লালে ছাওয়া।
ডাকছে কোকিল কুহু তানে
উদাস করা সুরে,
দেশের লাগি মনটা কাঁদে
থাকি যখন দূরে।
না না রঙের ফুলের শোভা
সাজানো এ বাংলা,
বসন্তে সে হয় রূপের রাণী
তার তরে মন উতলা।
আম বাগানে আম্র মুকুল
ফুল বাগানে ফুল,
প্রজাপতি বসবে কোথায়
ভেবে না পায় কুল।
বসন্ত যে ঋতুরাজ
বাংলা মায়ের বুকে,
প্রেমের আবেগ ছড়িয়ে দেয়
মানব মনে সুখে।