শিমুল পলাশ কৃষ্ণচূড়ায় ফুটেছে লাল ফুল,
বসন্ত আজ এলো বাংলায় নেই যে তাতে ভুল!
সবুজ পাতায় সেজেছে বন লয়ে ফুলদল্,
ভাল লাগা মনে জাগে আঁখি ছলছল্!
কোকিলের ডাক কুহু কুহু সুরে বেজে ওঠে,
প্রেমিক হৃদয় আনচান করে মৃদু হাসি ঠোঁটে!
প্রকৃতিতে বয় দক্ষিণা মাতাল সমীরণ,
প্রজাপতি ডানা মেলে উড়ে সারাক্ষণ!
ফাগুন হাওয়ার মিষ্টি সে সুর থামে চৈত্র দিনে,
বিরহের সুর দেয় বাঁশরী বসন্ত নেয় চিনে!