বসন্ত এসেছে তাই ফুল তো ফুটবেই ,
থাকবে ই তো জোছনার আলো ভরা রাত ,
মনে জাগে ভালবাসা হাতে রবে হাত ।
কুকিলেরা কুহু কুহু ডাক শোনাবেই ;


ফুল বনে প্রজাপতি করে আনাগোনা
শিমুল, পলাশ  আর কৃষ্ণচূড়া ডালে
লাল ফুল দোল খায় হাওয়ার তালে ,
মধু লোভী ভ্রমরের মিষ্টি গান শোনা ।


কিশোরীর মন নাচে হাতে ফুল পেলে
বাসন্তী রঙের শাড়ী তারাইতো পড়বে ,
ফুল নিয়ে ছেলেমেয়ে মেলাতে আসবে
প্রজাপতি মন হয়ে পাখা দেবে মেলে ,


মন খুলে আজ হবে কথা বিনিময় ,
এক হবে দুটি মন ক্ষণ  মধুময় ।