দিঘির জলে শাপলা শালুক পদ্ম হেসে রয়,
ধানের ক্ষেতে ঢেউয়ের দোলা স্নিগ্ধ হাওয়া বয়;
ছায়া ঘেরা বন বনানী লতা পাতায় ঘেরা,
ফুল পাখি আর প্রজাপতি বনে ঘুরে ফেরা।
নদীর জলে সাতার কেটে পাই যে কত সুখ,
এমন দেশে জন্ম নিয়ে গর্বে ভরে বুক ;
সেই দেশকে চিনতে তোমার কষ্ট হবে না,
নামটি যে তার বাংলাদেশ , বলতে হবে না!