বেকার আমি কাজ নাই তাই
ঘুরছি পথে ঘাটে ,
আমায় দেখে বন্ধুরা সব
মুখ ঘুরিয়ে হাটে ।
দেখলে আমায় ভাবে ওরা
যদি কিছু চাই ,
জানি ওদের মনের মধ্যে
দেয়ার ইচ্ছা নাই ।


অফিসের বস সালাম নিতে
ভাবেন শতবার ,
বলেন হেসে কি ছোট ভাই
কিসের আবদার ?
বেকার আমি কষ্টে আছি
যে কোনো কাজ চাই ,
কাজের লাগি মামা ধরো
নইলে উপায় নাই !


মা বাবা কেউ কয়না কথা
আমি যে বেকার ,
বেকার ছেলের পড়াশুনার
কি ছিল দরকার !
এমন করে কাটবে আমার
আর যে কতদিন ?
কেমন করে শোধাবো আমি
মা বাবার সব ঋণ ।