রাতভর নিদ নাহি আসে আঁখি পাতে ,
উদ্বেগ শঙ্কায় কাপে হিয়া থর থর ,
ভাইরাস করোনায় প্রাণ মর মর ;
জেগে থাকি একা আমি তারা ভরা রাতে।
প্রিয়জন সব আজ দূরে সরে যায় ,
যা কিছু ছিল জমানো প্রেম ভালবাসা ,
হারিয়ে ফেলে দেখছি সবই দুরাশা ;
জীবনের সব আশা মিথ্যে হয়ে যায়।


কোভিড উনিশ নামে কাঁপছে ধরণী,
ইউরোপ আমেরিকা দাপিয়ে বেড়ায় ,
মৃত্যুর প্রহর গুনে রাত কেটে যায় ।
সদ্য আসা ভ্যাকসিনে ভয় তো কাটেনি ;
মৃত্যুর বিভীষিকায় দুনিয়া কাঁপায় ।
কষ্ট তারই হয় যে  স্বজন হারায়  ,


পেত্রার্কীয় সনেট