বিবর্ণ পাতার শব্দে অশ্রু ঝরে পড়ে
অন্তর বিদীর্ণ করে বিরহ ভাবনা,
যতদিন বেঁচে থাকা জীবনের তরে
বুকে এসে ঠাঁই নেয় ব‍্যথা ভরা কান্না।
পাণ্ডুর ফুলের মত সুবাস হারিয়ে
একা হরিণের মত ক্লান্ত পথচলা,
জীবনের রোমাঞ্চের সবটুকু দিয়ে
ব্যাধি গ্রস্ত মানুষের মত কথা বলা।


আমরা হারিয়ে যাই গাঢ় অন্ধকারে
যেখানে সাগর নদী থমকে দাঁড়ায়,
বেদনার স্মৃতি হানা দেয় বারে বারে
সুখের ভাবনা গুলো নিমিসে হারায়।
হৃদয়ে তিক্ততা আনে বৈরী কলতান,
অবহেলা অপমান মৃত‍্যুর সমান।