হে ঈশ্বরচন্দ্র তোমার জীবনটা
এক জ্ঞানের সাগর,
তাই বাংলার মানুষ নাম দিয়েছে
তোমার বিদ‍্যাসাগর।
বাংলার নারী শিক্ষার অগ্রদূত তুমি
ঘুচিয়ে দিয়ছো কুসংস্কার,
বিধবা বিবাহ চালু করে ভেঙ্গে দিলে
ধর্মা্ন্ধ বাঙ্গালীর অহংকার।
শিক্ষার আলো জ্বালিয়ে দিয়ছো তুমি
বাংলার প্রতিটি ঘরে ঘরে,
শুদ্ধ বাংলা শিখছি আমরা তোমার
অলংকৃত বর্ণমালা পড়ে।
মায়ের ডাকে ঝড়ের রাতে সাতরে
পারি দিলে নদী দামোদর,
মাতৃভক্তির এমন নজির রেখেছিলে
শুধু তুমিই বিদ‍্যাসাগর।