আর একবার ফিরে এসো হে বিদ্রোহী কবি,
চোখে ভাসে শুধু তোমার বাবরি চুলের ছবি;
শুনতে যে চাই তোমার শিকল ভাঙ্গার গান,
রণ সংগীতে উদ্যমে ভরবে মোদের প্রাণ ।


ফিরে এসো এই বাংলার বুকে বিদ্রোহী হয়ে ,
হে কবি এসো তুমি সাম্যবাদী কবিতা লয়ে ;
প্রলয় উল্লাসে জাগাও প্রাণে দৃপ্ত অঙ্গীকার ,
লড়াই হবে আজ দুঃশাসনের প্রাচীর ভাঙ্গার ।


পরাধীনতা নেই ,আছে প্রতিহিংসার খেলা,
আছে দারিদ্র শোষণ বঞ্চনা দুর্নীতির মেলা;
হে কবি এসো তুমি মহাপ্রলয়ের ঘূর্ণি লয়ে ,
ভেঙ্গে অনাচারের দুর্গ , সাম্য আনো বয়ে ।


              *****


বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম
মৃত‍্যুবার্ষিকীতে কবির প্রতি শ্রদ্বাঞ্জলীর এই ক্ষুদ্র প্রয়াস ।