বিজয়ের গান গাইছি মোরা
বন্দী হয়ে রইবো না আর ঘরে ,
আকাশ বাতাস উঠবে কেঁপে
জয় বাংলা বলো উচ্চস্বরে ।


একাত্তরে শুনে বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাক্ ,
ভয়কে মোরা জয় করে দেই জয়বাংলা হাক্ ;
সে হাক্ শুনে পাক সেনারা হলো কুপোকাৎ ,
অস্র হাতে যুদ্ধ করে কাটাই কালো রাত ।


দুইশো বছর শোষিত হয়েছি
যুদ্ধ করে কাটাই নয়টি মাস ,
পাক হানাদার তারিয়ে মোরা
বিজয়ের গড়িেছি ইতিহাস ।


ত্রিশ লক্ষ বীর শহীদ হলো ,
দুই লক্ষ মা বোন ইজ্জত দিলো ;
তবু থাামাইনি যুদ্ধ করা ,
বিজয় ছিনিয়ে এনেছি আমরা ।


বিভীষিকাময় রাত পেরিয়ে উঠলো নতুন সূর্য
লাল সবুজের পতাকা উড়লো বাজিয়ে রণতূর্য ।