কে যেন তুলিছে ঝড় বেদনার সুরে ;
বিরহের ঝড় বহিছে আমারি অন্তরে,
হৃদয় ভেঙ্গে কে যেন চলে যায় দূরে
কে যেন ডাকিছে মোরে আমারি ভিতরে,


যে ছিল জীবন্ত প্রভা বিমূর্ত কামিনী,
অন্তরে জ্বেলেছিল সে প্রেমের আগুন ;
দিয়েছে অমৃত সম জীব সঞ্জীবনী,
দূরে থাকা তার হায় কি যে নিধারুণ।


হৃদয় আকাশে জমে লঘু মেঘমালা,
চমকি থমকি ঝরে প্রেম বারিধারা ;
ভেতরে আমার আমি বলে বড় জ্বালা,
শ্লথ বিলোকনে তারে হই আত্মহারা।
অভিমানে ঝরে অশ্রু প্রেম অগণন,
মায়া মমতায় মোর বিগলিত মন।