তোমাকে হারাবার যন্ত্রণা গুলো মনে রাখতে চাইনা,
কি এমন কষ্ট দিলেম তোমায় জবাব খুঁজে পাই না;
যে ছিল অতিব আপনার তারে কেন ঠেলে দিলে দূরে,
ভাবিনি কখনও তুমি চলে যাবে দূরের অনন্ত পুরে।


কত স্মৃতি কত গান দুজনার একসাথে পথচলা,
হাতে হাত, নয়নে নয়ন রেখে  প্রেমময় কথা বলা ।
কথা দিয়েছিলে আমরণ থাকবে আমার পাশে,
কেন চলে গেলে কেন কথা রাখলে না অবশেষে ?


তুমি এসেছিলে কাছে কেন ছেড়ে সব মায়ার বাঁধন,
বলেছিলে সব ছেড়ে আমাকেই শুধু করেছো আপন;
তবে সবই কি তোমার ছলনা, সব ছিল অভিনয় ?
বিরহের এতটা যাতনা বন্ধু কেমনে হৃদয়  সয় !


পাষাণ হৃদয় তোমার আজও দুঃখের কথাই বলে,
আমাকে নিঃশেষ করে কেন চলে গেলে পায়ে দলে?