বিষন্নতা আজ আমার জীবনে
অষ্টপ্রহর করছে বিচরণ ,
হতাশার আগুন জ্বলছে বুকে
হৃদয়ে হচ্ছে রক্তক্ষরণ ।
অনেক কিছুই প্রত্যাশা ছিল
ছিল পাখীর বাসার স্বপ্ন ,
টোনাটুনির হয়ে বাসবো ভাল
প্রেমে রইবো মোরা মগ্ন ।
সব আশা বিশের বাঁশী হয়ে
বিরহের সুর তুলছে ,
সাথী হওয়ার কথা ছিল যার
সে অন্য পথে ছুটছে ।
অর্থ আভিজাত্য নেই আমার
তাই সে আজ অন্য  হাত ধরছে ,
মনের কোলে জমছে মেঘ
অন্তরে মোর বিরহ বর্ষা নামছে ।