বলিতে ব‍্যাকুল এই হৃদয় আমার,
চুপিসারে বলি তাই ভালবাসি যারে ;
জানেনা সে কি যে কষ্ট বিরহ ব‍্যথার,
মন চায় দেখি আমি প্রাণ ভরে তারে।
অজানা শঙ্কায় শুধু মন মোর কাঁদে,
মনে হয় এই বুঝি হারালাম তারে ;
বুঝিলাম পা দিয়েছি ছলনার ফাঁদে,
সে শুধু কাঁদালো মোরে ভালবাসি যারে।


প্রেম নয় অবহেলা ছিল তার মনে,
বুঝেছি তখন সব হারিয়েছি যবে ;
জানিনা কেন সে দাগা দিল মোর প্রাণে,
তবু তো সে আছে আজো মোর অনুভবে।


বিরহের ঝর্ণা ধারা বহে অবিরাম,
হৃদয়ে রয়েছে আঁকা শুধু তার নাম।


             *****


শেক্সপিয়রীয় সনেট