আশ্চর্য। আপনি আমাকে আমার পূর্ব পরিচিত
একটি মেয়ের কথা মনে করিয়ে দিলেন।
আমি তার সাথে শৈশব ও যৌবনের কিছু সময় কাটিয়েছি ।
সে আমায় ভালবেসেছিল , কাছে থাকতে চেয়েছিল ;
আমাকে তার সবকিছু উজার করে দিতে চেয়েছিল ।
আমি তাকে বুঝতে পারিনি , অবহেলা করেছি ;
নির্ধিদায় দূরে ঠেলে দিয়েছি ,
সে এখন আমার সোনালী অতীত !
কোন এক জ্যোৎস্না ভারা রাতে সে স্খলিত ছিল ,
তার চুম্বন আমার নাক অবধি পৌঁছেছিল ;
আমি তাকে সেখানেই থামিয়ে দিয়েছি !
বলেছিলাম, এ তোমার প্রেম নয় মোহ
মোহ কেটে গেলেই দেখবে
স্বপ্ন ভেঙ্গে গেছে তোমার ;
আমি তার প্রেমিক নই,তাইতো তাকে কষ্ট দিয়েছি
বিরহের ব্যথায় কাঁদিয়েছি ।
তখন আমার অনেক অহমিকা ,
বিত্ত বৈভব ঐশ্বর্য রূপের গরীমায় আমি ছিলাম অন্ধ ,
কাছে টানলাম ঐশ্বর্যে বেড়ে ওঠা তেমনি এক রমণীকে ;
সে শুধু আমার শয‍্যাসঙ্গিনী হয়েছে ,
প্রেমের আবেগে স্খলিত হয়ে চুম্বন দেয়নি কখনও !
তার সবই ছিল অভিনয়, ছলনার আগুনে পুড়িয়ে
আমায় ছেড়ে চলে গেছে সে অন্য ঠিকানায় ।
আজ আমি নিঃশ্ব , আমার ঐশ্বর্য্য আমার অহমিকা
সবই আজ তিক্ত অতীত ।
দুঃখিত ! আমি আপনাকে বলতে পারছিনা
আমার সোনালী অতীত ফিরে আসুক ,
যে কালি কলম ছেড়ে বাহিরে এসেছে
তাকে কি আর ফেরানো যায় ?
সে হয়তো এখন অন্য ঠিকানায় সুখেই আছে !