নিরাকার তুমি তবু সদা থাকো পাশে,
বিপদে আপদে তুমি থাকো অনুভবে,
সবাই ছেড়ে গেলেও তুমি পাশে রবে ;
তুমি যে রয়েছো মোর নিঃশ্বাসে বিশ্বাসে।
আলো আঁধারিতে ভরা জীবন মোদের,
সুখ দুঃখের ভেলায় করি সন্তরণ,
প্রেম বাসনায় সদা করি বিচরণ ;
এই পথে সেই জন সাথী সংগ্রামের।


সব ভাবনার কেন্দ্র যে তিনি মহান,
জগতের সৃষ্টিকর্তা সর্ব শক্তিমান।


জীবনের না না কাজে তারে যাই ভুলে,
সুখের সন্ধানে হয়ে যাই বাঁধনহারা ;
সে কভু ভোলে না মোরে দিয়ে যায় সাড়া ,
তাহার করুণা পেয়ে হাসি প্রাণ খুলে।