কি বিষাক্ত তোমার নখরাঘাত!
আরও বিষাক্ত তোমার গোলাপী অধরের
ভেজা চুম্বন ,
তোমার নিঃশ্বাসে বিষ !
তারও চেয়ে বেশী বিষাক্ত তোমার মুখের হাসি
মিছে কান্নায় ভেজা দু নয়ন ।
তুমি কাছে আসলে আমি ভেঙ্গেচুড়ে
হই একাকার ,
দূরে দূরে থাক যখন বিরহে জ্বলেপুড়ে
হই অঙ্গার ।
তোমাকে ভালবেসেছি বলে
আজ আমি নিঃশ্ব
এ কথা বলবো না ,
প্রেম নয় ছলনাই দিয়ছো বেশী
তুমি আমায় ,
সে কথাও ভুলবোনা ।