ও বড় ভাই ওরে আমার দাদা
এই জগতে কত যে ফাঁদ পাতা,
সাধুর বেশে মারছো কেন গ‍্যাঁড়া!
আর কতটা সইতে হবে প‍্যারা?


মগ বাজারে ঠাণ্ডু মিয়ার দেখা
ঠগ বাজিটা তারই কাছে শেখা,
সুযোগ বুঝে মারে কত ফাঁপড়
ঠেলা খেয়ে ভিজিয়ে দেয় কাপড়!


আড়তদারে দেখায় কত হ‍্যডম
আম জনতার বেড়িয়ে যায় দম,
ওরে পোলা জোয়ান কালের ভ‍্যাবলা
সাজিস না আর বহুরূপী ক‍্যাবলা!


ও ছোট ভাই মাদক কেন ধরবি?
ড্রাগের নেশায় নিজেকে শেষ করবি!