ছিন্নবাস নতশির চকিত স্পর্শে কাপন জাগে
অষ্টাদশী যুবতীর কোমল তণুর আধারে ,
স্ফটিক আলোকে তার আনত রক্তাভ মুখ
দেখি হৃদয় কারাগার-প্রাচীরের পারে ।
জনতার কোলাহলে নয় নির্জন কুঞ্জছায়ায়
খুঁজে মরি তারে প্রেয়সীর রূপে অনিবার ,
সে যে আমার হৃদয়ের গৌরী দীপশিখা!
বিস্তৃত আঁধার পেরিয়ে কাছে যাই বারবার ।
গোধূলির মেঘ-সীমানায় ধূম্রমৌন সাঁঝে ,
নিত্য নতুন রূপে প্রেমিকার মৃত্যুঘণ্টা বাজে,
প্রেমের কারনে অন্তর আমার কাপে অনুরাগে
যন্ত্রণায় বিদগ্ধ হৃদয়ে বিচ্ছেদের হওয়া লাগে ।।