দিকে দিকে ছড়িয়ে পড়েছে ইসলাম আর
মুহাম্মদের নাম,
অমানিশার আঁধার ছেদিয়া সত‍্যের আলো
জাগিছে অবিরাম।
মক্কার অবিশ্বাসীরা প্রতিশোধ নিতে হয়েছিল বদ্ধপরিকর,
মুসলমানদের ধ্বংস করতে হল মদিনার পানে অগ্রসর।
খবর পেয়ে মুসলমানরা শক্ত প্রতিরোধ
গড়ে উহুদের পাদদেশে,
রক্তক্ষয়ী সে যুদ্ধে উভয়েরই ব‍্যপক
ক্ষতি হল অবশেষে।
মক্কাবাসী ফিরে গেল মক্কায় মুসলমানরা মদিনায়,
পরে খন্দক ও খায়বারের যুদ্ধে মুসলমানরা জয় পায়।
হিজরী ষষ্ঠ সালে হুদায়বিয়ায় সম্পাদিত হয়
এক সন্ধি চুক্তি,
মক্কাবাসীর সঙ্গে মুসলিমদের সে চুক্তিতে স্বীকৃতি পায় ইসলামের শক্তি।
সেই চুক্তি বলে মুসলমানদের মক্কা যাওয়ার সুযোগ হয়,
তারই পথ ধরে আসে রক্তপাতহীন মক্কা বিজয়।


মরুর বুকে উঠেছিল সেই দিন আলোকমালার তীব্র ঝড়,
নবী মুহাম্মদ এলেন মক্কায় পরে বিজয়ের তাজ মাথার পর।
ঘুচে গেল ধনী গরীবের সব ব‍্যবধান,
নারী পেল তার যোগ‍্য সম্মান ;
মুক্তির আনন্দে মেতে ওঠে আরবের বেদুইন মরুচারী,
আল্লাহর বিধান কায়েম করতে প্রত‍্যয়ী মুহাম্মদের অনুসারী।