বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ,
আল্লাহর প্রিয় বন্ধু তিনি নামে যে আহম্মদ।
মূর্তি পুজায় বিশ্বাসী ছিলেন না ছিলেন এক আল্লায় বিশ্বাসী,
ধনী গরীব বৈষম‍্য আর দাসপ্রথায় ছিলেন তিনি অবিশ্বাসী।
চল্লিশ বছর বয়সে তিনি পেলেন নবুয়ত,
প্রচার করতে শুরু করেন ইসলামী শরীয়ত ;
ইসলাম হল আল্লার ধর্ম নবী তার প্রচারক,
শত অত‍্যাচারে থামেন নি আল্লাহ যে সহায়ক।
ইসলামে দিক্ষা নিল যারা তারাই হলেন মুসলমান,
মূর্তি পুজা ছেড়ে হলেন ইসলামের পথে আগুয়ান।
প্রথম মুসলিম বিবি খাদিজা দ্বিতীয় হযরত আলী
মুসলমান হয়েছে অনেক ক্রিতদাস ও বিত্তশালী।
তারপর কত শত এল ইসলামের ছায়ায় রেখেছে কে তার হিসাব,
এল বাধা নিপীড়ন অত‍্যাচার অবিশ্বাসী মক্কাবাসী দিয়েছে অভিশাপ।
তবু থামেনি প্রচার থামেনি ইসলামের প্রসার,
আখেরাতে মুক্তির পথ পেল বিশ্ব সংসার ;
ইসলামের আগ্রাসনে শঙ্কিত আরবের সব অবিশ্বাসী,
মুহাম্মদকে হত‍্যার হুমকি দিল অবিশ্বাসী মক্কাবাসী।
তাদের মোকাবেলা করার শক্তি তখনও হয়নি মুহাম্মদের,
তাইতো প্রয়োজন হল মদিনায় হিজরতের ;
মদিনায় পৌঁছে রচনা করলেন মদিনা সনদ তিনি,
তখন থেকে ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন হল জানি।
ক্ষুদ্র সে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান শেষনবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ,
যে রাষ্ট্রের রক্ষক হলেন স্বয়ং আল্লাহ।