অবশেষে তুমি এলে!
প্রচণ্ড দাবদাহ শেষে তুমি এলে,
গুড়ি গুড়ি ফোটা ফোটা রূপ ধরে ;
আকাশের সীমানা পেরিয়ে তুমি এলে।
ঘাম ঝরা অনেক দীর্ঘশ্বাস
পথ হারাবার পর তুমি এলে,
অনেক দিন মেঘ ছিলনা
ছিলনা ঝিরিঝিরি হাওয়া,
শুনি নি গুরুগম্ভীর বজ্রধ্বনি ;
আজ তুমি এলে ওদের সঙ্গী হয়ে।
বৈশাখ জ্যৈষ্ঠ যায় তোমার দেখা নাই
প্রকৃতির এ কোন বিপর্যয়!
খেটে খাওয়া মানুষের ঘর্মাক্ত শরীর
আজ একটু হলেও স্বস্তি পেল ;
স্নিগ্ধ শীতল পরশ নিয়ে অবশেষে
বৃষ্টি তুমি এলে আমাদের আঙিনায়।
ধুলি কণা উষ্ণতা সব নিজের করে নিলে
ক্লান্তি অবসাদ সব দূর করে দিলে।