আকাশে জমিছে মেঘ আঁধার ঘনায়,
বাতাসে বাড়িছে বেগ ঝড়ের প্রভায়।
ভেঙ্গে চুরে আসে ঝড়,
আপন হয়েছে পর ;
সুপ্ত অভিমানে সব সুখ ভেসে যায়,
প্রেমহীন ভাবনায় হৃদয় হারায় ।


আমায় একেলা করে চলেছো কোথায়,
বসে আছি একা আমি হয়ে নিরুপায়।
রাতের আঁধার শেষে,
আলো ফোটে অবশেষে ;
মুছে যাবে জমা ক্ষত আলোর প্রভায়,
যদি থাকে ভালবাসা মেঘ কেটে যায়।


একবার যদি জাগে আবেগ তোমার,
খুঁজে পাবে জানি ওগো হৃদয় আমার।
ভালবাসা পাই যদি,
পারি দেব দুঃখ নদী ;
কত প্রেম কত আশা নীড় বাঁধবার,
তুমি হীনা এ জীবন বৃথা পারাপার।