যখন বললে তুমি কিছু আর নেই বাঁকি
তোমাকে দেয়ার,
তখনই বুঝেছি আমি আর কোন আশা নেই
তোমাকে পাবার!
জানিনা কেন যে তুমি নিজেকে করো আড়াল
কেন থাক দূরে!
যা কিছু বলার ছিল বলেছি তোমায় তবু
কেন যাও সরে?
গ্রীষ্ম বর্ষায় তুমি তো ছিলে বড় উদাসীন
আমি তা বুঝিনি,
শরৎ হেমন্তে ছিলে তুমি খুব কাছাকাছি
দেখেও দেখিনি।
শীত আসে চলে যায় মেলে না তোমার সাড়া
বুঝি না তোমায়,
বসন্ত এলেই তুমি ইশারায় কাছে ডাকো
প্রেম বাসনায়।
সেই তুমি কেন আজ ফিরিয়ে দিলে আমায়
হয়ে অভিমানী?
আলেয়ার আলো হয়ে কেন কাঁদালে আমায়
ছলনার রাণী!