কিছু কথা কিছু স্মৃতি যায়না কভু ভোলা,
কিছু হাসি কিছু ব্যথা এই নিয়ে পথ চলা;
প্রিয়জন যদি ভালবেসে কাছে আসে,
মন ভরে থাকে তখন আনন্দ উচ্ছ্বাসে ।
লেনদেনে যদি কেউ কূল করে বারবার,
সাজানো বাগান সে ভেঙ্গে করে চুরমার ।
মানুষে মানুষে আছে কত মায়ার বাঁধন,
প্রেমের মাঝে আছে তার সঠিক সাধন ।
মানুষের মনে থাকে কত শত চাওয়া,
তাদের অনেক চাওয়া ই হয়না পাওয়া;
কূল করে সে পড়ে যায় ছলনার ফাঁদে,
তবু মানুষ সুখের লাগি আশায় বুক বাঁধে ।
ভুলেও দিও না ব্যথা ভালবাস যারে,
আদরে সোহাগে কাছে টানো তারে;
ঈর্ষা নয় অহং নয় চাই নিখাত ভালবাসা,
তবেই পাবে সুখ মিটবে মনের আশা ।