চৈত্রের রোদজ্বলা দুপুরে ,
কে তুমি উর্বশী ঝড় তোলো নুপুরে ?
ক্ষণে ক্ষণে শুনি কোকিলের কুহুতান ,
চৈতালী হাওয়ায় ভেসে আসে বিরহের গান ।
কে তুমি ষোড়শী বর্ষবিদায়ের দিনে ,
না পাওয়ার কষ্ট দিলে এনে !
কে তুমি রূপসী ছলনাময়ী রমনী ?
চৈত্রের সন্ধ্যায় তুমি হলে কামিনী !
স্পর্শে তোমার কাপে হিয়া চমকায় দামিনী ,
তুমি যে নারী কুহেলিকা আমি তা বুঝিনী ।
জানি ঝড় উঠবেই চৈত্রের শেষ বিকেলে ,
বৃষ্টি আছরে পড়বে আমের মুকুলে ;
ঝড়া পাতা আর ফুলে একাকার সাজানো বাগান ,
তোমাকে হারাবার বেদনায় কাদে প্রাণ ।