ব্যথিত অন্তর জুড়ে চলছে দহন
মানবতা কেন আজ মাটিতে লুটায়,
মানুষে মানুষে শুধু স্বার্থের বন্ধন
প্রেম প্রীতি ভালবাসা ঠাঁই নাহি পায়।
চারিদিকে স্বার্থবাদী লুটেরার দল
চায় তারা সবকিছু কেড়ে নিতে আজ,
কিছুতে ভরে না মন করে নানা ছল
পাওনা বুঝিয়া নিতে নাহি পায় লাজ।


কি আছে কি পেলাম না তাই নিয়ে দ্বন্দ্ব
মানুষে মানুষে শুধু স্বার্থের বন্ধন,
অর্থের প্রেমে সকলে হয়ে যায় অন্ধ
বাকি সব অর্থহীন তর্জন গর্জন।


রক্তের বন্ধন ভাঙ্গে হিংসার অনলে
ভরা কেন মানুষের অন্তর গরলে!