ফাগুন শেষে আগুন লাগে সারা গায় ,
খাল, বিল, নদী, নালা নিঃশেষ দহনে ;
রৌদ্র খর তাপে ধরা তার শ্রী হারায় ,
চৈতালী হাওয়া আনে বিরহ মননে ।
তপ্ত, নিঃসঙ্গতা খা খা করে চরাচর ,
ফসলের মাঠ ফেটে হয়েছে চৌচির ;
কালবৈশাখী ঝড় আসে ভেঙ্গে দেয় ঘর ,
দহনের গতিবেগ থাকে সুনিবিড় ।


প্রকৃতির সব সৃষ্টি করে হাহাকার ,
দিগন্তে কালো মেঘেরা করে সন্তরণ ;
খেয়া ঘাটে মাঝি নাই বন্ধ পারাপার ,
স্তব্ধ পাখি ভুলে যায় সুরেলা কূজন ।
বর্ষ বিদায়ের সুরে চৈতি উন্মত্ততা ,
মানব হৃদয়ে জাগে বিদায়ী বারতা।
          
        
           *******