মানব জীবনে থাকে কত কি চাওয়া
জীবনে পূর্ণতা পায় তার কতটুকু,
প্রাপ্তি হয় তার শ্রম দেয় যতটুকু;
এক জীবনে মেটেনা অনেক পাওয়া।
শ্রম আর ভাগ্য মিলে জীবনের গতি,
কারও জীবন ভরে কানায় কানায়
কারও ব্যর্থ জীবন কাটে হতাশায় ;
জীবন থেমে থকেনা হলেও দুর্গতি।


থাকিলে দৃঢ় প্রত্যয় সফলতা আসে,
নিরলস মানুষেরা সবশেষে হাসে।


গতির জীবনে চাই আলস্য বর্জন,
ভাগ্যের চাকা ঘুরবে আনে সফলতা
মানবতা খুঁজে পায় মুক্তির বারতা ;
শিক্ষা জ্ঞান শ্রমে হয় চূড়ান্ত অর্জন ।