আজ ছুটির দিন!
সকালে অনেক দেরিতে ঘুম ভাঙ্গলো,
তাও আবার গিন্নির বকুনী খেয়ে ;
হাত মুখ ধুয়ে এসো নাস্তা করবে, দুপুড় হয়ে এলো ;
আজ রুটি ভাজী করেছি।
অগ্যতা  বিছানা ছাড়তে হলো,
বাথরুম ওয়াশরুম ছেড়ে
ডাইনিং টেবিলে এসে বসলাম,
নাস্তা দিয়ে গিন্নি বললো, নাস্তা খেয়ে বাজারে যাবে
মাছ তরকারী কিছুই নাই ফ্রিজ ফাঁকা।
খুব আয়েশ করে রুটি ভাজী খাচ্ছিলাম
বাজারের কথা শুনে বিষম খেলাম,
ভাবছিলাম আজ কোথও যাবনা
কারও কথা শুনবো না,
বাসায় বসে টিভি দেখবো
কম্পিউটারে গেমস খেলবো,
অলস দুপুড়ে আল মাহমুদের কবিতা পড়বো,
নিয়াজ মোর্শেদ চৌধুরীর গান শুনবো।
সব পরিকল্পনা ভেস্তে গেল,
গিন্নির  আদেশ শিরধার্য
নাহলে তো অসহযোগ,
প্রেসক্লাবে অনশনও হতে পারে
অতএব..... ।