বাটপার


রতনে রতন চিনে চোরে চেনে বাটপার,
ঝোপ বুঝে কোপ মেরে হয় পগার পার ;
বাঁধা দিলে বাধছে লড়াই,
সুযোগ পেয়ে করছে বড়াই ;
কুকুর চিনে মুগুর মারা খুব যে দরকার।


উন্নয়ন


উন্নয়নের জোয়ারে আজ হাসছে আমার স্বদেশ ,
পদ্মা সেতু মেট্রো রেলের উন্নয়নে মাতছে দেশ ;
ভাবনা শুধু যে একটাই
দ্রব্যমূল্যে লাগাম নাই ,
সিন্ডিকেট টা ভেঙ্গে দিয়ে গড় সোনার বাংলাদেশ  ।