বাংলাদেশে জন্ম আমার
বাংলাদেশে থাকি,
এই দেশটাকে ভালবেসে
সুখের ছবি আঁকি।


স্বপ্ন আমার নেতা হবো
দেশ ও দশের নেতা,
জনগনকে ভালবেসে
হবো উদার চেতা।


করবো না আর ভোট চুরি ভাই
করবো দেশের কাজ,
জনগনের করবো সেবা
গড়বো ন‍্যায়ের রাজ।


মিথ‍্যে কথা বলবো না আর
সত‍্য পথে চলবো,
শ্রেণিবিভেদ থাকবে না আর
সাম‍্যের দেশ গড়বো।


লক্ষ প্রাণের বিনিময়ে
এনেছি স্বাধীনতা,
শোষণ মুক্ত গড়বো সমাজ
হয়ে প্রিয় নেতা।




* কবিতার প্রথম আটটি চরণ কবি ডক্টর মুহাম্মদ জাকির হোসেন বিপ্লব এর 'আমি নেতা হতে চাই' কবিতায় মন্তব‍্য করতে যেয়ে রচনা করি তাই প্রিয় কবির উদ্দশ‍্যেই কবিতাটি উৎসর্গ করলাম।