আমার অন্তরে আজ দহন লেগেছে
আপন হয়েছে পর,
ভুল বুঝে প্রিয়তমা আমায় ছেড়েছে
ভেঙ্গেছে আমার ঘর।
সবাই আমায় ভুল বুঝে পর হলো
দূরে চলে গেল তারা,
সব হারিয়ে বিরহ জ্বালা যন্ত্রণায়
আমি যে পাগলপারা।
জীবন এখন আমার আঁধারে ভরা
আলোর দেখা পাইনা,
নিঃসঙ্গতায় এ ভাবে জীবন কাটাতে
আরতো আমি চাইনা।
অনেক আশায় বুক বেঁধে বসে আছি
সে কি আসবে না ফিরে?
যে আমায় ভুল বুঝে আছে দূরে সরে
ফিরে কি পাবনা তারে !