আমার রুমের জানালার পাশে
ডালপালা মেলে দাড়িয়ে আছে ,
একটি কাঠ বাদাম গাছ ;
বাবার মুখে শুনেছি গাছটি
আমার দাদীর হাতে লাগানো ।
দাদীর বয়স তখন পনের,
বাড়ীর বড় ছেলের বউ হয়ে
সে এসেছিল এ বাড়ীতে ;
চঞ্চল উচ্ছলতায় ভরা সে মেয়ে ,
কারও কথা শুনতো না ,
সরাদিন শুধু খলাধুলা দুষ্টুমী ,
দেবর ননদদের সাথে তার ছিল বেশী সখ্যতা ;
স্বামী শশুর শাশুড়ি কাউকে সে মানতো না ।
ঘরকন্নার কাজে তার মন বসতো না ,
বাড়ীতে তাই ঝগড়াঝাটি মানআভিমান
নিত্য দিনের ব্যপার ছিল ।
তবুও তারেই সবাই ভালবাসত ,
সবাই তারে বন্ধু মানতো ,
বাবার যখন বয়স তের হঠাৎ কিযে হলো ,
দাদী আমার টুপ করে হারিয়ে গেল চিরতরে ।
কিশোরী সেই দাদীর হাতে লাগানো
কাঠ বাদাম গাছটি আজও দাড়িয়ে আছে ,
আজও সে সবুঝ সতেজ ,
ঠিক আমর কিশোরী দাদীর মত ;
আজও তার শাখায় শাখায় সবুঝ পাতা ,
ফুল ফোটে ফল ধরে ।
জানালার পাশে দাড়াই, দাদীর কথা মনে পড়ে !