বিশের পরে বিশ বসিয়ে
নতুন বছর পেলাম ,
দুই হাজার বিশ সালকে
বরন করে নিলাম ।


নতুন বছরে সবার হৃদয়ে
হয় যেন বোধোদয় ,
হয় যেন সকল মানুষের
মনের সব বিষ ক্ষয় ।


এ জগতে মানুষে মানুষে
কত হিংসা ও বিদ্বেষ ,
কত হানাহানি, রক্তক্ষয়
জীবন হয় নিঃশেষ ।


কত লোকালয় হয় বিলিন
প্রাকৃতিক দুর্যোগে ,
কত মানুষ জীবন দিয়েছে
মহামারী দুরারোগ্যে ।


প্রাকৃতিক দুর্যোগ, রোগকে
মানুষ করতে পারে জয় ,
ছয়টি রিপুর তাড়নায় তবু সে
নিজেরে করছে ক্ষয় ।


হিংসার বিপরীতে থাকে সদা
গভীর প্রেম ভালবাসা ,
সবার মাঝে ছড়িয়ে সে প্রেম
করে সবে বাঁচার আশা ।


নতুন বছরে এসো আমরা সবাই
করি দৃঢ় অঙ্গীকার ,
আমরণ করে যাব সেবা আমরা
লাঞ্ছিত মানবতার ।