আবোল তাবোল


কিছু লোকের থাকে আলুর দোষ
পরের ধনে পোদ্দারী সে করবেই,
সদা থাকে মনে ঈর্ষার রোষ
হিংসার বিষ অন্তরে তার থাকবেই।


স্নেহ প্রেম ভালবাসা সব তার মেকি
ভাবখানা সে যেন বিশ্ব প্রেমিক,
যদি কেহ কাছে আসে হতে সাকি
এড়িয়ে সে যাবে হয়ে বকধার্মিক।


বেটা যে এক ধরিবাজ না ছুই পানি
তারে নিয়ে তাই যত ভাবনা,
যদি বলি তোমার কিসসা সব জানি
কাছে এসে বলে সে আহ্ থাকনা।


হাটে আর হাড়ি তোমরা ভেঙ্গো না
বেটার পিছে লাগতে কেউ এসোনা,
আবোল তাবোল সে আর বলবেনা
কারও পাকা ধানে মই সে দেবেনা।


কান ধরে বলছে নাকে খত্ দিচ্ছে
ছল চাতুরী আর করবেনা,
ভাল হয়ে চলবে, শপথ সে নিচ্ছে
আবোল তাবোল বলবেনা।


          ******


সুজন বন্ধু


জীবনে বন্ধু ভেবে যারে করেছি
হৃদয় দান,
কথা রাখেনি তারা পেয়েছি শুধু
ব‍্যথার দান

ভালবেসে থাকবে কাছে আমার
প্রাণের প্রাণ,
অন্তর প্রেমে ভরা, রবেনা কোন
স্বার্থের টান।


বিপদে কাছে পাব যারে সে ই তো
প্রকৃত বন্ধু,
এমন বন্ধু চাই, পাবো কি তারে
সুজন বন্ধু?